** অন্তর্চক্ষুর দৃষ্টি ছড়াও **


** অন্তর্চক্ষুর দৃষ্টি ছড়াও ** 
* রুমি চৌধুরী *

এ বিশ্ব ধরার সব মহিমা যদি 
জ্ঞানের আলো দিয়ে বুঝতে চাও 
চর্মচক্ষুর ঐ দৃষ্টিকে বাদ দিয়ে 
অন্তর্চক্ষুর দৃষ্টি ছড়াও।

পিতা- মাতা, ভাই-বোন, পুত্র- কন্যাকে 
আপন ভেবে কাছে যতই টানো 
দু'দিনের খেলাঘরে জন্ম- মৃত্যুর ঐ 
পারমী পূরণ শুধু- এটুকু জেনো।

সীমাহীন চাহিদার যাঁতাকলে ঘুরে ঘুরে 
সুখের সংজ্ঞাটাই গিয়েছ ভুলে 
সন্তুষ্টির ধন দিয়ে মনটা ভরাও 
যদি থাকবেনা কিছু আর দুঃখ বলে।

ত্যাগের অমৃত ধারায় 'আমিত্ব ' জয় করে 
স্বর্গ সুধায় ভরে উঠবে ভুবন 
'আমার' বলে আর কিছুই রবেনা পরে 
দু'চোখ বোজার কালেই ঘুচবে জীবন।

Post a Comment

0 Comments