** ভালোবাসার রকমসকম **
* রুমি চৌধুরী *
আমি নিতান্তই এক নিরেট ভালোমানুষ
কিন্তু ভালোবাসার ক্ষেত্রে প্রচণ্ড স্বার্থপর।
ভালোবাসার মানুষের সামান্যতম ভাগও
কাউকে কখনো দিইনা আমি।
আমি আগাগোড়াই এক শান্ত অহিংসুক
কিন্তু ভালোবাসার ক্ষেত্রে প্রচণ্ড হিংসুটে।
তার মুখে কারো প্রশংসা শুনলেই
হিংসায় মরে যাই আমি।
আমি বরাবরই খুবই লাজুক প্রকৃতির
কিন্তু ভালোবাসার কাছে একেবারেই বেহায়া।
তার কাছে গেলেই লাজলজ্জা ভুলে
গোপন কথাটিও বলে দিই আমি।
আমি সর্বদাই দীর্ঘজীবনকে ঘৃণা করি
কিন্তু ভালোবাসার কাছে এক মহাকাল প্রত্যাশী।
তার সাথে অনন্তকাল কাটানোর জন্য
অনন্ত যৌবন চাই আমি।
দুনিয়াশুদ্ধ মানুষের কাছে আমি একরকম
কিন্তু ভালোবাসার কাছে হঠাৎ আমূল বদলে যাই।
ভালোবাসা কি মানুষকে এভাবেই বদলে দেয়?
কীজানি! হয়তোবা!


0 Comments