** সম্মুখপানে এগিয়ে যাও **


* সম্মুখপানে এগিয়ে যাও *
* রুমি চৌধুরী *
হে নারী......
অজেয় তুমি, অদম্য তুমি
আত্মবিশ্বাসে বলীয়ান তুমি
কুসংস্কারের প্রাচীর ভেঙে
সম্মুখপানে এগিয়ে যাও।

অন্ধকারের প্রলয় রুখে
অসন্তোষের আলয় ছেড়ে
উজ্জ্বল আলোর অগ্নিপথে
অগ্রযাত্রা চালিয়ে যাও।
সম্মুখপানে এগিয়ে যাও।

যেখানে দেখিবে কুসংস্কার
একটুক্ষণ থামিয়া সে পথে
তোমার জ্ঞানের অমৃত ধারায়
অমিয় শিখা জ্বালিয়ে দাও।
সম্মুখপানে এগিয়ে যাও।

যে অপশক্তি পিছনে টানিছে
যে হাত তোমার কণ্ঠ টুটিছে
পরম ঘৃণায়, চরম ক্রোধে
ধিক্কার তারে জানিয়ে দাও।
সম্মুখপানে এগিয়ে যাও।

যে বলার সে বলতে থাকুক
থামাবার যে থামাতে থাকুক
দৃঢ় প্রত্যয় হৃদয়ে রেখে
লক্ষ্যচূড়ায় পৌঁছে যাও।
সম্মুখপানে এগিয়ে যাও।

Post a Comment

0 Comments