** আমি তনু বলছি **
*রুমি চৌধুরী*
হ্যালো......
আমি তনু বলছি.....
শুনতে পাচ্ছ তোমরা?
আমি তোমাদেরই মেয়ে, তোমাদেরই বোন।
আমিও চেয়েছিলাম আর দশটা মানুষের মত
মাথা উঁচু করে বাঁচতে।
কিন্তু তোমরা????
ঐ মানুষরূপী পিশাচেরা
আমায় বাঁচতে দিলেনা।
দানবের হিংস্র থাবায় আপাদমস্তক ক্ষতবিক্ষত করে
রক্তাক্ত করেও ক্ষান্ত হওনি তোমরা।
এই প্রাণটাও হাতের মুঠোয় নিয়ে
ছুঁড়ে ফেলে দিলে নর্দমায়।
আমিতো জানি.......
তোমাদেরও মেয়ে আছে, তোমাদেরও বোন আছে।
একটি বারও তখন মনে পড়েনি তাদের কথা?
তোমাদেরই মত কোন হায়েনার কবলে
ওরাও তো পরতে পারে যে কোন সময়।
একটি বারও মনে আসেনি সে কথা?
আসবেই বা কেন?
তোমরা যদি মানুষ হতে
তবেইতো তা মনে আসত।
হায়!!!!!!
রক্ষকই যদি ভক্ষক হয়
বিশ্বাস তবে কারে করা যায়????


0 Comments