* তুমি আছ বলেই *
*রুমি চৌধুরী*
জীবনের বিস্তৃত মহাকাশ জুড়ে
তুমি আমার আলাদা এক পৃথিবী।
সম্পূর্ণ আলাদা এক জগত।
হাজারো সত্যের মাঝে
তুমি এক অব্যাখ্যাত ধ্রুব সত্য।
শত যৌক্তিক তর্কের ভীড়ে
তুমি এক অযৌক্তিক অন্তরাত্মা।
অসংখ্য অপ্রাপ্তির মাঝে
বিরাট এক প্রাপ্তি।
অস্থির অশান্তির মাঝে পরম শান্তি।
ভয়ংকর দুঃস্বপ্নের ভীড়ে
তুমি এক অনিন্দ্য সুন্দর স্বপ্ন।
কল্পলোকের অসীমতার মাঝে
তুমি এক অকল্পনীয় সীমানা।
সমগ্র পৃথিবীর সমগ্র বাস্তবতা একদিকে
আর অন্যদিকে.......
শুধুই তুমি।
তুমি আছ বলেই
কৃষ্ণচূড়ার বনে রঙের আগুন লাগে।
তুমি আছ বলেই
নিস্তরঙ্গ জীবনটাতে
এখনও বাঁচার সাধ জাগে।
0 Comments