** কাকতালীয় প্রেম **
*রুমি চৌধুরী*
একদিন, দুইদিন, তিনদিন
এভাবে আজকাল প্রতিদিন তাকে দেখি।
শপিং মলে, রাস্তায় কিংবা কফি শপে,
অথবা চৌরাস্তার মোড়ের ঐ দোকানটাতে,
কখনো বিকেলে হাঁটতে বেরুলেও তাকে দেখি।
টোকাটুকি না হলেও
চোখাচোখি হয়েছে বেশ কয়েকবার।
ইদানিং কেন জানি তার আড্ডার সময়গুলোর সাথে
আমার কাজের শিডিউল
কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে।
সকালে যখন টবের বনসাই গাছে জল দিই
তখন সে রোজ তার ব্যালকনিতে ইজিচেয়ারে বসে
খবরের কাগজের পাতা উল্টায়।
আসলেই কি সে কাগজ পড়ে?
আমার সন্দেহ হয়।
কিজানি? পড়ে হয়তো!!
নাকি আনাড়ি ঐ দু' চোখে তালে- বেতালে
শুধুই আমায় দেখার বাহানা?
সুন্দরের প্রতি দুর্বোধ্য একটা আকর্ষণ
আমার বরাবরই ছিল।
তাই আমিও তাকে দেখার
এই মনোজাগতিক রসায়নকে
কোনভাবেই এড়াতে পারিনা।
একদিন এক গোধূলি সন্ধ্যায়
আমাকে আমূল চমকে দিয়ে
পথ রুখে দাঁড়ালো সেই সুদর্শন।
কাঁটাসহ একটা গোলাপ আমার হাতে
গুঁজে দিয়ে চোখে চোখ রেখে বলল-
" ভালোবাসি "।
0 Comments