** শুদ্ধ প্রেমের খোঁজে **


** শুদ্ধ প্রেমের খোঁজে **
*রুমি চৌধুরী*
ভালোবাসা কি এতই সস্তা ছেলের হাতের মোয়া?
ইচ্ছে হলেই পেয়ে গেলি ভালোবাসার ছোঁয়া?

অষ্টাদশীর হৃদয় নিয়ে করবি কত ছল?
হৃদয় চাস না অন্য কিছু? একটু খুলে বল।

শাড়ি দিবি গয়না দিবি, আর কি দিবি বল?
ওমা!! সেকি!! আমার জন্য গড়বি তাজমহল?

এসব শুনে এখনতো আর মনটা ভরে নারে,
শুদ্ধ একটা প্রেমের লাগি অন্তরখানা পোড়ে।

কোথায় পাব শুদ্ধ প্রেমিক? কোথাও কি সে আছে?
পবিত্র প্রেম সঁপে দেব তাহার পায়ের কাছে।

Post a Comment

0 Comments