** অদ্ভুত ইচ্ছে **
*রুমি চৌধুরী*
মাঝে মাঝে আমার মনে
অদ্ভুত এক ইচ্ছে জাগে,
বিশ্বাস কর এই ইচ্ছেটা
হয়নি কভু এর আগে।
ইচ্ছে করে তোমার মনের
গোপন ঘরে সিদ কাটি,
তোমার যত অজানা খবর
একটু করি ঘাঁটাঘাঁটি।
মনের ঘরের কোন বেদিটায়
আমার আসন পেতেছ?
ঠিক কতটা যত্ন করে
আমার ছবি এঁকেছ?
জীবন নদীর কোন মোহনায়
কোন ডিঙাটা বেয়েছ?
কোন পাহাড়ের চূড়ায় বসে
কাহার সাথে মিলেছ?
কতখানি ভালোবাসা
ঐ বুকেতে লালন কর?
কত সময় পার হলে
আমার কথা মনে কর?
যেদিন তোমার হৃদয় মাঝেও
এমন কোন ইচ্ছে হবে,
কথা দিলাম আমার মনের
দরজাখানি খোলা পাবে।


0 Comments