** তবু মনে রেখো **
* রুমি চৌধুরী *
জানি শেষ হব, ফুরিয়ে যাব
কোন একদিন, কোন এক মহালগনে।
তোমাদের ছেড়ে মিতালী পাতাবো
দূর আকাশের কোন অজানা নক্ষত্রের সাথে
তবু মনে রেখো, মনে রেখো আমায়
মনে রেখো আমার কবিতা, আমার গানের সুর।
বিশ্বসংসার দাপিয়ে বেড়ানো এই আমি
দিনরাত কথার খই ফুটত যার কলমে
কল্পনার সীমাহীন রাজ্যে ছিল যার অবাধ বিচরণ
সেই আমিও একদিন চিরস্থির হব, নিশ্চুপ হব।
তবু মনে রেখো, মনে রেখো আমায়
মনে রেখো আমার কবিতা, আমার গানের সুর।
তোমরা যাকে নির্মল ভালোবেসেছিলে
তোমাদের ভালোবাসাকে যে লুঠ করে নিত প্রতিনিয়ত
সেই আমি একদিন সব ভালোবাসাকে
হৃদয়বন্দী করে হারিয়ে যাব, নিঃশেষ হব।
তবু মনে রেখো, মনে রেখো আমায়
মনে রেখো আমার কবিতা, আমার গানের সুর।
লেখা হবে না আর বিরহের কবিতা, আগমনী গান
দেখা হবে না কৃষ্ণচূড়ার বনে রঙের আনচান
জন্মের শোধ শেষ করে দিয়ে
আমিও একদিন পাড়ি জমাবো জন্মান্তরের দেশে।
তবু মনে রেখো, মনে রেখো আমায়
মনে রেখো আমার কবিতা, আমার গানের সুর।
0 Comments