** পৃথিবীতে আজ বড় অস্থিরতা **
রুমি চৌধুরী
পৃথিবীতে আজ বড় অস্থিরতা
স্তম্ভিত বিশ্ব বিবেক
মানব হয়েছে আজ হিংস্র দানব
বিবর্জিত সমস্ত আবেগ।
করুণ আর্তনাদে গুমরে কাঁদে
আধমরা, অসহায় জনতা
অশুভ শক্তির ঐ মাথাচাড়াতে
বলি হয় বিপন্ন মানবতা।
অগোচরে থেকে যারা কলকাঠি নাড়ে
চিরকাল তারা থাকে অধরা
রক্তগঙ্গা বেয়ে তৃপ্তিঢেকুর তোলে
ষড়যন্ত্রের নীল নকশা করা।
সূচ হয়ে ঢুকে তারা ফাল হয়ে বেরোয়
মুখোশের আড়ালে পিশাচের রূপ
যুদ্ধবার্তা নিয়ে আসছে ধেয়ে
দাতাসংস্থা সেজেই ভন্ড চুপ।
রাঘব বোয়ালদের কারসাজি বোঝার
চুনোপুঁটিদের কি সাধ্যি আছে?
প্রতিজ্ঞা কর যদি এই শেষ হত্যার
উৎসর্গিত হব হত্যার কাছে।
0 Comments